ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হৃদ্‌রোগ ইনস্টিটিউটে আবার চালু হয়েছে অস্ত্রোপচার

দৈনিক স্লোগান, হাসপাতাল

নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) জীবাণুমুক্তকরণ ও শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কিছু কারিগরি সমস্যার কারণে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচার (কার্ডিয়াক সার্জারি) ১৪ দিন বন্ধ রাখা ছিল। অবশেষে আজ মঙ্গলবার অস্ত্রোপচার করা শুরু হয়েছে।

হৃদ্‌রোগ ইনস্টিটিউট হৃদ্‌রোগের জন্য দেশের সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতাল। আইসিইউ বন্ধ থাকায় পবিত্র ঈদুল ফিতরের আগে থেকে তাদের কার্ডিয়াক সার্জারিও বন্ধ রাখা ছিল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আইসিইউ আংশিক চালু রাখাই ছিল।

ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান এ কে এম মনজুরুল আলম বলেন, আজ তিনজন রোগীর চারটি অস্ত্রোপচার হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে অস্ত্রোপচার কার্যক্রম শুরু করা হয়।

এর আগে গত ২৮ এপ্রিল অধ্যাপক এ কে এম মনজুরুল আলম বলেছিলেন, তাঁরা সর্বশেষ ১৭ এপ্রিল অস্ত্রোপচার করেন। নিয়মিত অস্ত্রোপচারের রোগী রাখার জন্য এসব আইসিইউ নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করতে হয়, না হলে ইনফেকশন বেড়ে যায়। এই প্রক্রিয়ার জন্যই তাঁরা ঈদের সময়কে বেছে নিয়েছেন।

টানা প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল, তা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছে, এই সময়ের মধ্যে ঈদের তিন দিন ও মে দিবসের ছুটি ছিল। কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান বলেন, তাঁদের ৮ শয্যার আইসিউ চালু ছিল ও ৪০ শয্যার আইসিউইটি বন্ধ ছিল। এই ছাড়া জরুরি প্রয়োজনে সেবা দেওয়ার ব্যবস্থাও ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে থেকেই আইসিইউর এসি ঠিকমতো কাজ করছিল না; তাই অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছিল। কারণ, অস্ত্রোপচার করার পরপরই একজন রোগীকে কিছুদিন আইসিইউতে রাখতে হয়।

এই হাসপাতালে শয্যা আছে ১ হাজার ২৫০টি। এখানে গড়ে দেড় হাজার করে রোগী ভর্তি থাকেন। হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ইউনিটে দিনে গড়ে সাতজন রোগীর অস্ত্রোপচার করা হয়ে থাকে।



>>>  ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :