ঢাকা, মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক দেউলিয়া

এবার দেউলিয়া হলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক।

গতকাল সোমবার (০১ মে) এই ব্যাংক কেনা নিয়ে বিবৃতি দিয়েছে জেপি মর্গ্যান। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋণসহ ফার্স্ট রিপাবলিক ব্যাংক অধিগ্রহণ করতে চলেছে তারা। কত অর্থের বিনিময়ে ব্যাংক বিক্রি হবে, তা অবশ্য এখনো জানা যায়নি। নিলামের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ব্যাংকের মালিকানা যাবে জেপি মর্গ্যানের হাতেই।

বেসরকারি উদ্যোগে ব্যাংকটিকে বাঁচানোরও চেষ্টা হয়। অবশেষে সরকারের ডাকেই ব্যাংকটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেপি মর্গ্যান। গত দু’মাসে এটি তৃতীয় ঘটনা। কারণ এর আগে বন্ধ হয় আরও দুই ব্যাংক।

২০০৮ সালের পর ফের ভয়াবহ ব্যাংকিং বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। পরপর বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা।

যদিও এহেন সংকটের মধ্যেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বিবৃতিতে বলেন, আমেরিকার ব্যাংকিং সিস্টেম খুবই মজবুত। ব্যাংক ডিপোজিট সুরক্ষিত রাখতে আমরা সব পদক্ষেপ নিয়েছি। এমনকি দেশবাসীর উদ্দেশেও বার্তা দেন তিনি।

তবে এই ঘোষণার পরেও মার্কিন ব্যাংকের দুর্দশা কাটার কোনো লক্ষণ নেই। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ঝাঁপ বন্ধ হলো আরেক মার্কিন ব্যাংকের।

>>>  গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :