ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্সঅফিসে ঐশ্বরিয়ার জাদু, প্রথম দিনে আয় ৩৮ কোটি

দৈনিক স্লোগান, বিনোদন

শুক্রবার, ২৮ এপ্রিল ভারতে মুক্তি পেয়েছে পরিচালক মণি রত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। প্রথম দিনেই বক্স অফিসে জাদু দেখিয়েছে এই সিনেমা। ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবি প্রথম দিনেই তুলেছে ৩৮ কোটি রুপি ।

বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা।

পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্পটি হচ্ছে দক্ষিণ ভারতের ইতিহাসকে ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান ও সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট।

ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ এবং আরও অনেকে।

>>>  সার্জারি করে তোপের মুখে অভিনেত্রী!

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :