ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদপরবর্তী কারখানা পরিদর্শনে পুলিশ সুপার

দৈনিক স্লোগান, সারাদেশ


ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫, ময়মনসিংহ এর আওতাধীন শিল্পাঞ্চলে বর্তমানে বিভিন্ন ধরনের ২৬৫ টি ফ্যাক্টরি রয়েছে। শিল্পক্ষেত্রে শ্রমবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি হওয়ায় দিন দিন শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-
৫, ময়মনসিংহ জোন বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছিল।
এরই ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ এর পুলিশ সুপারসহ বিভিন্ন পদবীর অফিসার নিয়মিতভাবে ফ্যাক্টরির পরিদর্শনসহ ফ্যাক্টরি কর্তৃপক্ষ এবং শ্রমিকদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং সভা ও ফ্যাক্টরিগুলোকে বিভিন্ন বিটে ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে ঈদ পূর্ববর্তী সময়ে বেতন-ভাতা, বোনাস পরিশোধ এবং ছুটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন।

এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে রমজান মাসে বিভিন্ন শিল্প-কারখানার মালিক, মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একাধিকবার মত বিনিময় সভার আয়োজন করেছেন। ফলে ঈদের পূর্বে শ্রমিকেরা শতভাগ বেতন-বোনাস পেয়ে শ্রমিকগণ বিভিন্ন মেয়াদে খুশি মনে ঈদ উদযাপনের জন্য ছুটিতে গমন করেন। ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ থাকা কালীন সময়ে যাতে কোন ফ্যাক্টরির অগ্নি দুর্ঘটনা সংগঠিত হয়ে সম্পদ ও জান মালের ক্ষয় ক্ষতি না হয় সে লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের সদস্যরা দিবা-রাত্রি ফ্যাক্টরিতে গিয়ে অগ্নি নির্বাপন প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষকে সতর্ক করছেন।

সরেজমিনে বিভিন্ন ফ্যাক্টরির সিসি ক্যামেরা মনিটরিংসহ ফ্যাক্টরিতে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের সাথে সমন্বয় করে যাতে ফ্যাক্টরিতে কোন ধরনের চুরি-ডাকাতি বা আইন-শৃঙ্খলা অবনতি জনিত ঘটনা ঘটতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারীসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের একাধিক টিম দিবা-রাত্রি পালাক্রমে দায়িত্বধীন এলাকায় নিয়োজিত থেকে কাজ করছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার নিজেই নিয়োজিত পুলিশ সদস্যদের ডিউটি সার্বক্ষণিক তদারকি করছেন। ফলে ময়মনসিংহ শিল্প এলাকায় ঈদ পরবর্তী বন্ধ কালীন সময়ে ফ্যাক্টরি কেন্দ্রিক কোন ধরনের অগ্নি-দুর্ঘটনা, চুরি-ডাকাতি বা আইন-শৃঙ্খলা অবনতি জনিত ঘটনা ঘটেনি। যেটি শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কলকারখানার মালিক, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সহ এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার নেতৃবৃন্দ ও শিল্পাঞ্চল এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ কর্তৃক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ইউনিটের কার্যক্রম জনমনে স্বস্তি ও ভরসা সঞ্চার করেছে এবং ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশের ভাবমূর্তি তথা শিল্পাঞ্চল পুলিশ সহ বাংলাদেশ পুলিশের ইমেজ বৃদ্ধি পেয়েছে।

>>>  রাজশাহীতে পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

শনিবার ২৯ এপ্রিল একান্ত সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন শিল্পাঞ্চল পুলিশের এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে আমরা  বদ্ধ পরিকর।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :