ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

দৈনিক স্লোগান, সারাদেশ

রাজশাহী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে।

শনিবার(২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর পর্যন্ত প্রায় ১৫ জন ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকিল আমিন শুভ’র নেতৃত্বে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের বিল্লি গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক একরামুলের ধান কেটে দেয়।

কৃষক একরামুল বলেছেন, দুইদিন আগে হঠাৎ বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্থ হয়ে জমিতে পড়ে যায়। এই সময় সব কৃষক ধান কাটা-মাড়াইতে ব্যস্ত থাকায় শ্রমিক সংকট রয়েছে। শ্রমিক পাওয়া গেলেও তাদের মজুরী অনেক বেশী। ছাত্রলীগের ছেলেরা এই সময় ধান কেটে দেওয়ার কারণে আমি খুশি এতে আমার অনেক উপকার হলো।

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকিল আমিন শুভ বলেন, “যে কোনো সংকটে,দুর্যোগে ছাত্রলীগ সবার পাশে” এই স্লোগানে আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের পাশে থেকে ধান কেটে দিয়েছি। অনেকেই ছাত্রলীগের দুর্নাম করে।এছাড়াও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক নেতাদের কারনে বিভিন্ন সময়ে বদনাম হয়েছে। এসবের সবকিছু ঘোচাতে আমাদের এই প্রচেষ্টা বলে জানিয়েছেন তিনি।

>>>  নড়াইলে নিখোঁজ হওয়ার ৬ দিন পর মৃতদেহ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :