বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার মতো অভিনয়ের বদলে বরং ক্যামেরার পেছনে থাকার কাজটাই বেছে নিয়েছেন। লেখক হিসেবেই আত্মপ্রকাশের জন্য প্রস্তুত আরিয়ান খান। শাহরুখ খানও তাঁর ছেলে আরিয়ান খানের লেখক হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে কোনো কমতি রাখছেন না। সামনে মুক্তি পেতে যাচ্ছে আরিয়ানের নিজে লেখা ওয়েব সিরিজ। এরই মাঝে ছেলের পরিচালনায় কাজ করে ফেললেন মেগাস্টার শাহরুখ খানও।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে শাহরুখকে দিকনির্দেশনা দিয়েছেন আরিয়ান খান। ক্যামেরার সামনে ছিলেন শাহরুখ। আর দূরে মনিটরে চোখ রেখেছেন আরিয়ান খান। বাবাকে দিয়েই নিজের প্রথম পরিচালনার কাজ শুরু করলেন আরিয়ান।
কিছুদিন আগেই নিজের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড এনেছেন আরিয়ান খান। “ডি’ইয়ালভ এক্স” নামের সেই পোশাক ব্র্যান্ডেরই বিজ্ঞাপন নির্মাণ করলেন আরিয়ান খান। আর ছেলের পোশাক ব্র্যান্ডের মুখ হয়ে বিজ্ঞাপনের শ্যুটিং করলেন বলিউড বাদশা। নিজের পরিচালনার শুরুতেই কিং খানকে পেয়েছেন আরিয়ান খান।
এদিকে ভাইয়ের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের টিজার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বোন সুহানা খান। পোস্ট করেছেন শাহরুখ খান নিজেও। টিজার ভিডিওতে দেখা যাচ্ছে, বোর্ডে কেউ কিছু লিখছেন আর হাত থেকে রঙের ব্রাশ পড়ে যায়। সেটি তুলে নেন শাহরুখ খান। তারপর ক্যামেরার সামনে দেখা যায় শাহরুখের চোখ দুটি।
ছেলের ব্র্যান্ড “ডি’ইয়ালভ এক্স”-এর পক্ষ থেকে শাহরুখের একটি ছবিও পোস্ট করা হয়েছে। এর আগে “ডি’ইয়ালভ এক্স”-এর পোস্টারে আরিয়ানকেও দেখা গিয়েছিল। এবার বিজ্ঞাপনে শাহরুখের উপস্থিতি ইতিমধ্যেই ব্র্যান্ডটির ভ্যালু আকাশছোঁয়া পৌছেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে বিজ্ঞাপনটি।






