ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লায়েক হত্যা মামলায় শিপলু’র জামিন আবেদন না মঞ্জুর

দৈনিক স্লোগান, সারাদেশ

সুনামগঞ্জের ছাতকের একটি মারামারির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আসামি আব্দুল কুদ্দুস শিপলুর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
মঙ্গলবার আব্দুল কুদ্দুস শিপলু আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আব্দুল কুদ্দুস শিপলু পৌর শহরের মন্ডলীভোগ গ্রামের বাসিন্দা তাজ উদ্দিনের পুত্র। সে লায়েক মিয়া হত্যা মামলার প্রধান আসামি। তবে এই হত্যা মামলায় সে উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি শহরের মন্ডলীভোগ এলাকার লাল মসজিদের পাশে গ্রামের দু’ পক্ষের মারামারির ঘটনায় ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা (নং ০৬/২৩) দায়ের করেন মন্ডলীভোগ গ্রামের বাসিন্দা লায়েক মিয়া।
ওই মামলার এজাহার ভুক্ত ৬ নং আসামি আব্দুল কুদ্দুস শিপলু। এ মামলায় সে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার সে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।

সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নজরুল ইসলাম বিষয়টিকে নিশ্চিত করে জানান, ছাতক পৌর শহরের বাসিন্দা লায়েক মিয়া বাদি হয়ে দায়ের করা একটি মারামারি সংক্রান্ত মামলায় আব্দুল কুদ্দুস শিপলুর জামিন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ করেছেন।

>>>  দ্বিতীয় বিয়ে করায় বাবাকে হত্যা, মেয়ের ফাঁসি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :