ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিংস কাপ থেকেও বিদায় রোনালদোদের

দৈনিক স্লোগান, খেলাধুলা

সৌদি প্রো-লিগে সর্বশেষ দুই ম্যাচে গোলের দেখা পায়নি ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে কিংস কাপের সেমিফাইনালে আল ভেহদার বিপক্ষেও বল জালে পাঠাতে পারেননি এই পর্তুগিজ তারকা। আল ভেহদার কাছে ১-০ ব্যবধানে হেরে যায় রোনালদোর আল আসর। সৌদি সুপার কাপের পর কিংস কাপ থেকেও বিদায় নিয়েছে দলটি।

ম্যাচের শুরুতে আধিপত্য ছিল আল নাসরেরই। গোল না পেলেও একের পর আক্রমণে ভেহদার রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন রোনালদো-তালিস্কোরা। তবে ২৩ তম মিনিটে গোল পেয়ে যায় ভেহদা। বাই-সাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছেন ফরাসি তারকা ডেভিড বিওগুয়েল। লিড নিয়েই বিরতিতে যায় ভেহদা। তবে বিরতির পরই বড় ধাক্কা খেয়ে যায় দলটি। ৫৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভেহদার আল আফিথ।

ম্যাচের বাকিটা সময় ভেহদা ১০ জন নিয়ে খেললেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালদোরা। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। সৌদি সুপার কাপ তো আগেই জিতে গেছে আল ইতিহাদ। এবার কিংস কাপও শেষ হয়ে গেল আল নাসরের। ওদিকে সৌদি প্রো-লিগেও কদিন আগেই শীর্ষস্থান হারিয়েছিল রোনালদোর দল। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতিহাদ। এক ম্যাচ বেশি খেলা আল নাসরের সংগ্রহ ৫৩ পয়েন্ট। ফলে চলতি মৌসুমটা ট্রফি ছাড়াই শেষ হতে পারে রোনালদোদের।

>>>  মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :