১২ হাজার মানুষকে খাদ্যসামগ্রী, ইফতার, ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।
পবিত্র রমজানের পুরো মাস জুড়ে বরগুনা-২ আসনের বামনা-বেতাগী-পাথরঘাটা এলাকায় নিম্নবিত্ত, গরীব, অসহায় মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় তিনি এসব খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারনা করে, নৌকার পক্ষে ভোট চেয়ে রমজান মাস জুড়ে তার খাদ্য সামগ্রী বিতরন করেন সুভাষ চন্দ্র হাওলাদার। তার এমন কর্যক্রমে বরগুনার বামনা বেতাগী ও পাথরঘাটা এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।
১২ এপ্রিল বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার পৌরসভা, সদর ইউনিয়ন, বিবিচিন , হোসনাবাদ ,মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ,সড়িষামুড়ি ইউনিয়ন ও দক্ষিন করুনা বুদ্ধিপ্রতিবন্ধী এবং শারিরীক প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে ও পিছিয়েপড়া জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
১৩ এপ্রিল বামনা উপজেলার সদর ইউনিয়ন, বুকাবুনিয়া , ডৌয়াতলা ও রামনা ইউনিয়নের পিছিয়েপড়া জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
১৪ এপ্রিল বামনা উপজেলার অযোধ্যা গ্রামে আমাদের বাড়ী “দক্ষিনা বিলাসে” উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
১৫ এপ্রিল পাথরঘাটা উপজেলার পৌরসভা,সদর ইউনিয়ন, ৩ং ওয়ার্ড আবাসন, কাঠালতলী , নাচনাপাড়া , কাকচিড়া ও কালমেঘা ইউনিয়নে বিতরন করা হয়।
১৭ এপ্রিল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নস্থ “ঘুটাবাছা কারীমিয়া ক্বিরাতুল কুরআন কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা”র পিতামাতাহীন ও দরিদ্র ছাত্রদের মাঝে ঈদ উপহার হিসেবে পোষাক বিতরন ও ইফতার আয়োজন।
২১ এপ্রিল পাথরঘাটা সুভাষ চন্দ্রের নিজস্ব বাড়ী “সেতু বন্ধন” এ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়।
এ বিষয়ে সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, ইফতার পার্টি না করে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই নির্দেশনা পালন করতে আমি আমার নির্বাচনী এলাকায় ছুটে আসি। নেত্রীর পক্ষ হতে পুরো রমজান মাস জুড়ে বরগুনা-২ আসনের ১২ হাজার মানুষের পাশে দাড়িয়েছি। বরগুনা-২ জনগনকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছি।








