ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে কোভিড শনাক্তের দৈনিক সংখ্যা ১০ হাজার ছাড়াল

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক

ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর দৈনিক সংখ্যা আবারো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এতে মোট অসুস্থ রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নতুন ১০১৫৮ জন কোভিড আক্রান্ত ব্যক্তির নথিভুক্ত হয়েছেন। শনাক্ত রোগীর এ সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি। 

আগের দিন বুধবার দেশটিতে প্রায় ৭৮৩০ জন নতুন রোগীকে শনাক্ত করা হয়েছিল। সবমিলিয়ে ভারতে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা এখন ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন।  

দৈনিক পজিটিভিটির হার ৪ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। আর সাপ্তাহিক পজিটিভিটির হার ৪ দশমিক শূন্য ২ শতাংশ। সব মিলিয়ে মোট সংক্রমিতের শূন্য দশমিক ১ শূন্য শতাংশ সক্রিয় রোগী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পুরো দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ আর মৃত্যুর হার হচ্ছে ১ দশমিক ১৯ শতাংশ।  

বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, কোভিড ভারতে স্থানীয় স্তরে (এনডেমিক স্টেজ) প্রবেশ করেছে এবং আক্রান্তের সংখ্যা আগামী ১০ থেকে ১২ দিন ধরে বাড়তে পারে, তারপর আবার হ্রাস পেতে শুরু করবে।

সংক্রমণ ‘স্থানীয় স্তরে’ থাকা মানে তা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ আছে আর মহামারী স্তরে সংক্রমণ একটি বড় এলাকাজুড়ে এমনকী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে থাকে।

ভারতে কোভিড রোগীর সাম্প্রতিক এর বৃদ্ধির জন্য ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬ দায়ী, তবে এটির বিরুদ্ধে টিকা কার্যকরী এবং এটা উদ্বেগ সৃষ্টি করার মতো গুরুতর কিছু নয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়।


>>>  ঈশানের অবস্থা দেখে শঙ্কিত গাভাস্কার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :