তাহসিন সরোয়ার কে সভাপতি এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শুভকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট গোমতী বাসের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়।
গত সোমবার কুমিল্লা ছাত্রকল্যাণের সভাপতি সাজ্জাদ হোসেন এহসান এবং সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন রিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোমতী বাসের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সহ সভাপতি হিসেবে আনোয়ার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিল মোহাম্মদ সাদ , ছাত্রী বিষয়ক সম্পাদক সুস্মিতা চক্রবর্তী এবং উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা আলম সোমাকে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি-কুমিল্লা যাতায়াতের জন্য সুপরিচিত বাস গোমতী। দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা থেকে কুমিল্লা রুটে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত যাতায়াত করার উদ্দেশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারী থেকে যাত্রা শুরু হয় গোমতী নামক ভালোবাসার। প্রায় ৩ বছর ধরে জবি- কুমিল্লা রুটে চলছে ভালোবাসার বাস গোমতী। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন তারা।








