ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“গোমতী”পরিবারের সভাপতি তাহসিন, সম্পাদক শুভ

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের অন্যতম বাস সেবা জবি- কুমিল্লা-জবি রুটের “গোমতী” বাসের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

ভূগোল ও পরিবেশ বিভাগের ১৫ তম ব্যাচের মো: তাহসিন সরোয়ার কে সভাপতি এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শুভকে সাধারণ সম্পাদক করে সোমবার(১০ এপ্রিল)কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা ছাত্রকল্যাণের সদ্য সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন এহসান এবং সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন রিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোমতী বাসের নতুন কমিটি প্রকাশ করা হয়।

সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও উক্ত কমিটিতে ১৫ তম আবর্তনের শিক্ষার্থী আনোয়ার ভূঁইয়াকে সহ-সভাপতি, ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১৬ তম আবর্তনের শাহিল মোহাম্মদ সাদকে সাংগঠনিক সম্পাদক, ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সুস্মিতা চক্রবর্তীকে ছাত্রী বিষয়ক সম্পাদক এবং ১৬ তম আবর্তনের শিক্ষার্থী সানজিদা আলম সোমাকে উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যের পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবার অন্যতম রুট হচ্ছে (জবি -কুমিল্লা জবি)।প্রতিদিন যাওয়া আসা মিলিয়ে প্রায় ২০০ কি.মি পাড়ি দিয়ে শিক্ষার্থীদের নিশ্চিন্তে বাড়ি পৌছে দেয় জগন্নাথের অন্যতম বাস সেবা “গোমতী” বাস। যেটি ২০২১ সালে ১০ ফেব্রুয়ারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হয়। তখন থেকে প্রায় ২বছরেরও অধিক সময় ধরে নিরবিচ্ছিন্ন ভাবে পরিবহন সেবা দিয়ে যাচ্ছে এই বাসটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্য যেকোন বিশ্ববিদ্যালয়ের এতদূর পর্যন্ত পরিবহন সেবা দেওয়ার নজির নেই।
তাই যাত্রা পথে নানা সমস্যার সমাধানে ও বাসের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সকল বাসেই প্রতিবছর বাসের কমিটি গঠন করা হয়। এতে করে বাসের নিরাপত্তা সহ বাসের অন্যান্য সেবা প্রদানে পরিবিহন প্রশাসনকে অনেকটা সাহায্য করা সম্ভব হয়ে থাকে।

উল্লেখ্য যে “গোমতী” বাস প্রতিদিন ঢাকা-কুমিল্লা রুটে(জবি-কুমিল্লা পুলিশ লাইনস) প্রায় ৬০-৭০ শিক্ষার্থীকে পরিবহন সেবা দিয়ে থাকে।

>>>  ক্যাম্পাসে বেপরোয়া কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :