ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোহলির বিরুদ্ধে স্বার্থপর ব্যাটিংয়ের অভিযোগ

দৈনিক স্লোগান, খেলাধুলা

বিশাল স্কোর গড়েও লখনৌ সুপার জায়ান্টের কাছে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টপ অর্ডারের তিন মহাতারকা- বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিস ও গ্লেন ম্যাক্সওয়েল ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন। তবুও ২১২ রানে তুলে হারতে হয়েছে কোহলিদের। নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুলের দাবি, বিরাট কোহলির স্বার্থপর ব্যাটিংয়ের জন্যই হারতে হয়েছে ব্যাঙ্গালোরকে।

সোমবার রাতের ম্যাচে বিরাট কোহলি ৪৪ বলে ৬১ রান করেছেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছক্কা। শুরু থেকেই তিনি দ্রুত রান তুলছিলেন। পাওয়ার প্লে-র মধ্যে ৪২ রান করে ফেলেন বিরাট। কিন্তু পরের আট রান করতে নেন ১০ বল। ফিফটি পূরণ করতে খেলেন ৩৫ বল। দ্রুত রান করতে করতে কোহলির হঠাৎ আস্তে রান তুলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডুল। তার মতে, ব্যক্তিগত স্কোর বড় করতেই কোহলি ঝিমিয়ে যায়!

ধারাভাষ্য দেওয়ার সময় সাইমন ডুল বলেন, ‘ ভিরাট কোহলি নিজের মাইলফলকের কথা ভাবছে। নাহয় কেন সে ৮ রান করতে গিয়ে ১০ বল খেলল? যে গতিতে শুরু করেছিল, সেই গতিতে রান তুললে  ৪২ থেকে ৫০ রানে পৌঁছতে ১০ বল কেন লাগবে?’ ক্রিকেটপ্রেমীরা কাল কোহলির সেঞ্চুরি দেখার আশায় ছিলেন। কোহলিও হয়তো তেমনই কিছু ভাবছিলেন। কিন্তু তাই বলে কোহলির মতো ব্যাটারের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ ওঠবে!

>>>  ভারত থেকে ‘বিদ্বেষের' শিকার উসমান খাজা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :