ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরাজয়ের পাশাপাশি ডুপ্লেসিসের জরিমানা ১২ লাখ

দৈনিক স্লোগান, খেলাধুলা

২১২ রানের বিশাল সংগ্রহ গড়েও গতকাল সোমবার লখনৌ সুপার জায়ান্টের কাছে ১ উইকেটে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে পরাজয়ের পাশাপাশি জরিমানাও গুনতে হয়েছে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস কে। এছাড়া ম্যাচ জয়ের পর আপত্তিকর উদযাপনের জন্য লখনৌ সুপার জায়ান্টের পেসার আবেশ খানকে তিরস্কার করা হয়েছে।

ম্যাচে বোলিং শেষ করার নির্দিষ্ট সময়ে ২ ওভার কম করেছিল ব্যাঙ্গালোর। এর প্রাথমিক শাস্তি তারা মাঠেই পেয়ে যায়। শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে ৫ জনের বদলে তারা মাত্র ৪ জন ক্রিকেটারকে রাখতে পেরেছিল। ম্যাচ শেষে দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘চলতি আইপিএলে ব্যাঙ্গালোরের এটাই হচ্ছে প্রথম জরিমানা। আইপিএলের কোড অব কনডাক্টের আওতায় ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে এই অধিনায়ককে।’

আরেক কাণ্ড ঘটিয়েছেন আবেশ খান। শেষ বলে জয়ের জন্য লখনৌয়ের লাগতো ১ রান। ব্যাঙ্গালোরের উইকেট কিপার দিনেশ কার্তিকের ভুলে তারা সেই এক রান নিয়ে নেয়। এরপর আনন্দের চোটে নিজের হেলমেট মাটিতে ছুড়ে দিয়ে উল্লাস করতে থাকেন লখনৌয়ের আবেশ খান। এ কারণে তাকে তিরস্কার করা হয়েছে। বিবৃতিতে বিসিসিআই বলেছে, ‘আবেশ লেবেল ১ অপরাধ করেছেন। যেহেতু এটাই তার প্রথম অপরাধ, তাই এবার তিরস্কার করা হয়েছে। পরবর্তীতে এই ধরনের ভুল করলে বড় তার শাস্তি হতে পারে।’

>>>  ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলার নারীদের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :