ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ষোড়শ আসরের উদ্বোধনী ম্যাচেই মারাত্মক ইনজুরিতে পড়েছেন কেন উইলিয়ামসন। সীমানায় লাফিয়ে বল ধরতে গিয়ে তিনি অনিয়ন্ত্রিতভাবে মাটিতে পড়ে গিয়েছেন। এতে তার হাঁটুতে মারাত্মক চোট লাগে। পরদিন জানা যায়, উইলিয়ামসনের জন্য আইপিএল শেষ হয়ে গেছে। তিনি ভারত থেকে দেশে ফেরার পর আসে আরো বড় দুঃসংবাদ। এ বছরের বিশ্বকাপেও হয়তো খেলা হবে না এই কিউই তারকার!
বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, ৩২ বছর বয়সী উইলিয়ামসনের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। তার অস্ত্রোপচার ছাড়া আর উপায় নেই। হাঁটুর ফোলা কমলে আগামী তিন সপ্তাহের মধ্যে কোনো একটি সময়ে অস্ত্রোপচার করানো হবে উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাস এর মতো সময় লাগে। ভারতে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৫ অক্টোবর। তাই ছয় মাসেরও কম সময় আছে হাতে। ২০১৫ বিশ্বকাপের অন্যতম নায়ক উইলিয়ামসনকে ছাড়া এবারের বিশ্বকাপ খেলতে নামাটা কিউইদের জন্য হবে বড় ধাক্কার ।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড হতাশা প্রকাশ করে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে তো বটেই, তবে নেতা ও ব্যক্তিত্বের কারণেও আমাদের দলে সে এমন একজন যে এটা আমাদের পরিকল্পনার জন্য বড় একটা আঘাত। আমরা এখনো আশা ছেড়ে দেই নি, তবে এই মুহূর্তে সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত তার প্রতি আমরা সমব্যথী। সময়টা তার জন্য খুব কঠিন। এমন চোট প্রত্যাশিত নয়, এটা তার জন্য বড় আঘাত।’
উইলিয়ামসন অবশ্য এখনই বিশ্বকাপ খেলার আশা ছাড়তে রাজি নন। মাঠে ফেরার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। এই ধরনের একটি চোটে পড়া স্বাভাবিকভাবেই হতাশাজনক। আপাতত আমার মনোযোগ অস্ত্রোপচার করানো ও পুনবার্সন শুরু করা। অনেকটা সময় লাগবে এতে, তবে যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই আমি করব।








