ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাগল চুরি করে পুলিশের হাতে ধরা ইউপি সদস্য

দৈনিক স্লোগান , অপরাধ




বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামের ইউপি সদস্য আরিফ ইসলাম ওমরকে চুরি করা একটি ছাগলসহ পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার রাত ২টার সময় উপজেলার ঘোপখালী গ্রাম থেকে তাকে আটক করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য আরিফুল ইসলাম ওমর পঁচাকোরালিয়া ইউনিয়নের হারিপারা গ্রামের সাদ্দাম পাহলানের ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি চুরি করেছেন। পরে মঙ্গলবার গভীর রাতে চুরি করা ছাগলসহ ঘোপখালী গ্রাম দিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ তাকে গ্রেফতার করে।

তবে অভিযুক্ত ইউপি সদস্য আরিফ ইসলাম ওমর বলেন, ‘সাদ্দাম পাহলান আমার দূর সম্পর্কের আত্মীয় হয় তার কারনেই খাওয়ার জন্য ছাগলটি রাতের বেলায় তাদের অজান্তেই নিয়ে আসছি।’

পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘আরিফুল ইসলাম ওমর যেহেতু আমার ইউনিয়ন পরিষদের সদস্য তাই বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোতা করে থানা থেকে তাকে ছাড়িয়ে আনা হয়েছে।’

ছাগলের মালিক সাদ্দাম পাহলান বলেন, ‘ইউপি সদস্য আরিফ ইসলাম ওমর দূর সম্পর্কের ভাগিনা হয়। সে গভীর রাতে ছাগল চুরি করে নিয়ে গেছে। আত্মীয় বলেই থানায় কোনো অভিযোগ দেই নাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রমান বলেন, দুই পক্ষের সমঝোতার কারণে ইউপি সদস্য আরিফ ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হয়েছে।

>>>  রাজধানীবাসীর স্বপ্ন পূরণের দিন : কাদের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :