ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে লায়েক হত্যা মামলায় আসামী ১৮জনের বিরুদ্ধে

দৈনিক স্লোগান,অপরাধ

সুনামগঞ্জের ছাতকের মন্ডলীভোগস্থ লাল মসজিদ কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগ সমর্থক লায়েক মিয়া হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় নিহতের ভাই আজিজুল ইসলাম ছাতক থানায় এই মামলা (নং-২৫) মামলা দায়ের করেন।

ছাতকে সন্ত্রাসিদের ছুরিকাঘাতে নিহত লায়েক মিয়া হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে শহরের মন্ডলীভোগ (জংলিগড়) এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের পুত্র আব্দুল কদ্দুস শিপলুকে।

অপর আসামী করা হয়েছে ছাতক পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, মন্ডলীভোগের তানভির রহমান, বাগবাড়ীর সাদমান মাহমুদ সানি, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের আলাউদ্দিন, মন্ডলীভোগ এলাকার বাসিন্দা আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, সাব্বির, ভাসখালা গ্রামের আব্দুল মতিন, মন্ডলীভোগ এলাকার বাবলু, মনুজু, শামসুল ইসলাম, সায়মন, মিলন মিয়া, মহসিন, সৌরভ ও এরশাদ আলীকে এজাহার ভুক্ত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, লাল মসজিদ কমিটি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত (২৮ মার্চ) মঙ্গলবার রাতে থানা সংলগ্ন গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন ছাতক পৌর সভার ৭ নং ওয়ার্ডের একাধিক বারের কাউন্সিল পদের প্রতিদ্বন্দ্বিতাকারি লায়েক মিয়া। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রধান আসামি শিপলুর দাদা এরশাদ আলী, বাবা তাজ উদ্দিন ও মন্ডলীভোগের বাসিন্দা গৌছ মিয়ার পুত্র সজিব মিয়াকে আটক করে কোর্টে প্রেরণ করে পুলিশ।

থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।

>>>  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :