ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

দৈনিক স্লোগান, অপরাধ

সুনামগঞ্জের ছাতকে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতের ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৮ মার্চ রাত ৯টায় ছাতক থানা সংলগ্ন গণেশপুর খেয়াঘাটে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন থানার ওসি খাঁন মোহাম্মদ মাইনুল জাকির।

নিহত লায়েক মিয়া (৪০) ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ছিলেন। তিনি একাধিকবার ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ওসি জাকির জানান, মণ্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি নিয়ে লায়েক মিয়া ও স্থানীয় এরশাদ আলীর পক্ষের লোকদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল।

এই বিরোধের জেরে মঙ্গলবার রাত ৯টায় খেয়াঘাটে লায়েক মিয়াকে ছুরিকাঘাত করেছে এরশাদ আলীর পক্ষের শিবলু আহমদ ও তার সহযোগীরা। ”

স্থানীয়রা লায়েককে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। সেখানেই রাত ১১টার দিকে লায়েক মিয়ার মৃত্যু ঘটে ।

ওসি আরও জানান, লায়েকের উপর হামলার খবর শুনে তার আত্মীয়-স্বজনরাও প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চলিয়েছে। এ সময় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।

“এ ঘটনায় ছাতক বাজার থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি জাকির।

>>>  পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের মৃত্যু বার্ষিকী পালিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :