রমজানের প্রথম তিনদিন সরকারি ছুটিতে রাজধানীর সড়ক ছিল অনেকটা ফাঁকা। আজ সোমবার (২৭মার্চ) সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে সড়ক ফিরে পায় সেই পুরনো রূপ। অফিস সময়ে রাজধানীতে দেখা দেয় তীব্র যানজট। যার রেশ ছিল সারাদিন জুড়েই। এমনকি ইফরাতির সময়ও রাজধানীর সড়কে ছিল তীব্র জানজট। কর্মদিবসের প্রথম দিনেই অনেককেই ইফতার করতে হয়েছে পথে পথে।
সকালে অফিসমুখো মানুষের চাপে নগরীতে যানজট বেড়ে যায়। মূল সড়ক থেকে অলি-গলি পর্যন্ত ছিল যানবাহনের চাপ। আর বিকেলে অফিস শেষে ঘরমুখো মানুষের চাপে পুরো নগরীতে যেন নেমে আসে স্থবিরতা। ঢাকায় এমন কোনো সড়ক বা অলিগলি খুঁজে পাওয়া মুশকিল যেখানে ছিল না কোন যানজট।
দুপুরের দিকে যানজটের মাত্রা কিছুটা কমে আসেলে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে থাকে রাস্তায়। ঘরমুখো মানুষকে সড়কেই আটকে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
মধ্যবাড্ডা এলাকায় ভিক্টর ক্লাসিক বাসে কথা হয় বেসরকারি চাকরিজীবী ফয়সাল আহমেদের সঙ্গে। বিকেল ৩টায় রামপুরা ব্রিজ থেকে রাইদা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। গন্তব্য কুড়িল। দেড় ঘণ্টা সময়েও তিনি কুড়িল বিশ্বরোড এর কাছে পৌঁছাতে পারেননি।
তিনি বলেন, আজকে আর বাসার ইফতার কপালে নেই মনে হয়। কী আর বলব, এত রাগ লাগছে। বসে থাকা ছাড়া উপায়ও নেই।
সন্ধ্যার আগে সড়কের দুপাশে পাশে বসে অস্থায়ী ইফতারি দোকান। সেখানে পড়ে উপচে পড়া ভিড়। যার কারণে যানজট বাড়ে কিছুটা। এতেই আটকা পড়ে থাকে ঘরমুখো মানুষ। অনেকের করতে হয়েছে পথে মধ্যেই ইফতারি।
যাত্রীরা বলছেন, প্রথম দিনে এতো ভোগান্তিতে পড়তে হবে ধারণা ছিল না। বাধ্য হয়ে পরিবার ছাড়া পথেই ইফতারি করে নিতে হচ্ছে তাদের।
এই সড়কে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, যানজটের মূল কারন তিন দিনের ছুটি। সঙ্গে যোগ হয়েছে ইফতারের বিষয়টি। মানুষ সবাই চাচ্ছে বাসায় গিয়ে ইফতার করতে। এতে সড়কের উপর চাপ বাড়ছে। আমরা চেষ্টা করছি যানজট নিয়ন্ত্রণে রাখার। কিন্তু এই সময়ে এত মানুষ একত্রে বের হয়ে থাকে, আমাদের আসলে কিছু করার থাকে না।
রমজান মাসে নতুন সময়সূচি আজ সোমবার প্রথমবার চলছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে চলে সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকে।
গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আজ সোমবার রোজায় প্রথম লেনদেন হলো ব্যাংকে।







