ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা শাকিব খানের

দৈনিক স্লোগান, বিনোদন

এর আগে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদাদাবি ও হত্যার হুমকি’দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন শাকিব খান

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ-প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার জন্য  আবেদন করেছেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান।

সোমবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এই মামলার আবেদন করেন বলে তার আইনজীবী আবু বকর ফরহাদ জানিয়েছেন। 

তিনি বলেন, বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ করে রেখেছেন।

এর আগে গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ করে মামলা করেছেন শাকিব খান।

সেদিন তার জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির থাকার নির্দেশ দিয়ে সমন জারি করেন।

শাকিব খানের আইনজীবী অ্যাডভকেট মো. খাইরুল হাসান সেদিনই জানিয়েছিলেন যে, তারা আরেকটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পরে এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবেন।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা হয়ে আছেন সিবা আলী খান। পাঁচ বছর আগে কাজ শুরু হলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

গত ১৫ মার্চ দেশে এসে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন রহমত উল্লাহ।

>>>  বিচার বিভাগ প্রভাব মুক্ত না হলে খারাপ সময় আসবে : প্রধান বিচারপতি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :