ঢাকার উত্তরার আজমপুর রেলগেইটে ট্রেনের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মার্চ) ভোর ৫ টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আহমেদ সানি হানিফ (১৮) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আবুল বাশারের সন্তান। ঢাকার দক্ষিণখানে পূর্ব মোল্লার টেকে পরিবারসহ বসবাস করেন হানিফ।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সানু মং মারমা বলেছেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হানিফের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হানিফ নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলো বলে জানিয়েছে তার বাবা আবুল বাশার। তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে ফজরের নামাজ শেষে সে আজমপুর রেললাইন ধরে হাটতে যাওয়ার সময় সে দুর্ঘটনাটি ঘটে।







