ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কন্যাসন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী ডা. প্রিসিলা চ্যান তাদের তৃতীয় সন্তানের জনক হয়েছেন। ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ তাদের তৃতীয় কন্যা অরেলিয়া চ্যান জাকারবার্গের জন্মের কথা প্রকাশ করেন।

তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীতে স্বাগতম অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি ছোট্ট একটি আশীর্বাদ। পোস্ট করা একটি ছবিতে দেখা যায় জাকারবার্গ তার নবজাতকের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। দ্বিতীয় আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মা চ্যান শিশুকন্যাকে তার বুকের কাছে ধরে রেখেছেন। পোস্টটি শেয়ার করার পর তিন লাখের বেশি লাইক পেয়েছে। অনেকেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন পোস্টে কমেন্ট করেছেন।

গত বছরের সেপ্টেম্বরে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন মেটার প্রধান। তিনি জানিয়েছিলেন, ‘অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ম্যাক্স এবং অগাস্ট আগামী বছর তাদের নতুন একটি বোন পেতে যাচ্ছে।’

এই দম্পতি ২০১২ সাল থেকে বিবাহিত করেছে এবং তাদের দুটি কন্যা রয়েছে। পাঁচ বছর বয়সী আগস্ট এবং সাত বছর বয়সী ম্যাক্স। চ্যান এবং জাকারবার্গের দেখা হয় যখন তারা কলেজে ছিলেন। সেখানেই তারা প্রেমে পড়েছিলেন। জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যায় তনি পড়াশোনা করেছেন।

>>>  জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে অবহেলা রয়েছে : প্রতিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :