ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়া হামলার পর ইরানকে হুঁশিয়ারি বাইডেনের

দৈনিক স্লোগান, আন্তর্জাতিক

সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটিতে প্রাণঘাতী ড্রোন হামলার জবাবে তেহরান সমর্থিত বাহিনীগুলোর ওপরে বিমান হামলা চালানোর পর ইরানকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার প্রতিবেশী কানাডায় থাকা এক সফরে  বাইডেন বলেছেন, আমেরিকানদের রক্ষার জন্য সামনে যুক্তরাষ্ট্র আরও ‘জোরালো পদক্ষেপ’ নিতে পারে।

সাংবাদিকদের তিনি বলেন, “ভুল করবেন না: যুক্তরাষ্ট্র ইরানের সাথে কোনো প্রকার সংঘাত চাইছে না, কিন্তু আমাদের লোকজনকে রক্ষার জন্য আমাদের জোরালো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন “

ইরানকে উচ্চ মূল্য দিতে হবে কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, “আমরা থামতে যাচ্ছি না।”

পরে মার্কিন কর্মকর্তারা জানান, সিরিয়ায় শুক্রবার আরেকজন মার্কিন সেনা আহত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সিরিয়ার হাসাকায় ড্রোন হামলায় এক মার্কিন সামরিক ঠিকাদার নিহত এবং আরেক ঠিকাদার ও পাঁচ সেনা আহত হয়েছে। হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর উৎস ইরান বলে মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর।

সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে আগেও ড্রোন হামলা চালানো হয়েছিলো, কিন্তু মৃত্যুর ঘটনা বিরল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর জবাবে বৃহস্পতিবার রাতে মার্কিন এফ-১৫ জঙ্গি বিমানগুলো ইরানের ইসলামিক রেভোলুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায় পেন্টাগন।

এরপর শুক্রবার সকালে সিরিয়ার আল ওমর তেল ক্ষেত্রের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয় বলে লেবাননের ইরানপন্থি টেলিভিশন চ্যানেল আল মায়াদিন ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এ হামলায়ই সম্ভবত আরেকজন মার্কিন সেনা আহত হয়েছেন।

সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা ঘটার পরে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ওই গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলা চালানো নতুন কোনো ঘটনা নয়।

কিন্তু স্থানীয় দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে যে, শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলে নতুন এলাকায় রকেট হামলা চালানো হয়েছে আর সেগুলো সম্ভবত মার্কিন রকেট। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে ।

>>>  শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় আট ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যাটা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টেলিভিশন জানিয়েছে যে, মার্কিন হামলায় এ পর্যন্ত কোনো ইরানি নাগরিক নিহত হয়নি। তারা স্থানীয় সূত্রগুলো উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন লক্ষ্যস্থলগুলো ইরানপন্থিদের সামরিক স্থাপনা ছিল না, ওই হামলায় এক সামরিক বিমানবন্দরের নিকটবর্তী একটি গ্রামীণ উন্নয়ন কেন্দ্র ও একটি শস্যাগার এর ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাতে এক অনলাইন বিবৃতিতে সিরিয়ার ইরানপন্থি বাহিনীগুলো বলেছে, তাদের অবস্থানে যুক্তরাষ্ট্র আর কোনো হামলা চালালে তার কঠিন জবাব দেওয়ার মতো ‘লম্বা হাত’ তাদের আছে।

সিরিয়ায় ইরানের উপদেষ্টা কমিটির স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমান হামলায় তাদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত ও আহত হয়েছে।

তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা নিয়ে নির্দিষ্ট করে বলা হয়নি।

“যদি সিরিয়ায় আমাদের কেন্দ্র ও বাহিনীগুলোকে লক্ষ্যস্থল করা হয় তাহলে তার জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে,” বিবৃতিতে এমনটিই বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :