ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকিবদের জন্য বন্ধ হতে পারে আইপিএলের দরজা!

দৈনিক স্লোগান, খেলাধুলা

বরাবরের মতো সাকিব আল হাসানদের আইপিএলে যাওয়া নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা।  এখন পর্যন্ত এ ব্যাপারে বিসিবি স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। সম্প্রতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের খেলা শেষ করে তারপর আইপিএলে যাওয়ার অনুমতি পাবে সাকিবরা। এমনটা হলে টুর্নামেন্টের প্রথম অংশ থেকে খেলতে পারবে না সাকিব-লিটন। যেটাকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি ভালোভাবে নিচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আগামি ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। অন্যদিকে ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে টেস্ট ম্যাচ। এই ফরম্যাটের অধিনায়ক হচ্ছে সাকিব আল হাসান। আর লিটন দাস তো দলের মহাগুরুত্বপূর্ণ ব্যাটার। বিসিবির বর্তমান অবস্থান ঠিক থাকলে, ওই টেস্ট শেষ হওয়ার আগে সাকিব-লিটনের আইপিএলে যাওয়া হচ্ছে না। এতে করে টুর্নামেন্টের প্রথম সপ্তাহ মিস করবেন কলকাতা নাইট রাইডার্সের এই দুই তারকা। অবশ্য দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলায় তাকে নিয়ে থাকছে না কোনো ঝামেলা।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, কোনো বোর্ড যদি আইপিএল খেলার জন্যে নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে বা দেরি করে ছাড়ে, তাহলে ভবিষ্যতে সেই দেশের ক্রিকেটারদের হয়তো আইপিএলে খেলতে দেখা না ও যেতে পারে! নিলামেও ডাকা হবে না। শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার ক্রিকেটাররাও একই সমস্যায় পড়তে পারেন। এবারের আইপিএল আসরে শ্রীলঙ্কার চার ক্রিকেটার খেলবেন। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় প্রথম সপ্তাহে খেলতে পারবেন না তারা। অতীতে ইংল্যান্ড বোর্ডও সে দেশের ক্রিকেটারদের এনওসি দেয়নি।

ভারতের একটি গণমাধ্যমে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘আমাদের অভিযোগ করার কোনো জায়গা নেই। কারণ ক্রিকেটারদের ব্যাপারে বিসিসিআই বাকি বোর্ডগুলির সাথে সমঝোতা করে থাকে।

এখন থেকে কিছু নির্দিষ্ট দেশের প্লেয়ারদের নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলি সতর্ক হয়ে যাবে। এর আগের বছর তাসকিন আহমেদও এনওসি পায়নি, এবার সাকিবদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। যদি ওরা ক্রিকেটারদের আইপিএলে খেলতে দিতে না চায়, তাহলে নাম দেওয়ার কী দরকার? আমি মোটামুটি নিশ্চিত যে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা বদলাতে থাকবে।’

>>>  রিয়ালকে গুঁড়িয়ে ফাইনালে ম্যানসিটি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :