ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাকিবকে নিয়ে মুখ খুললেন বুবলী

দৈনিক স্লোগান, বিনোদন

ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তোলে রহমত উল্লাহ। ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিন তিনি। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম সহ প্রযোজক রহমত উল্লাহ, যা নিয়ে নানা আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে আবারও কথা বলেন ‘অপারেশন অগ্নিপথ’–এর নায়িকা শবনম বুবলী। আজ সোমবার (২০ মার্চ)  বিকেলে নিজের ফেসবুকে শাকিব খানকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি।

এবারই প্রথম নয়, গতকালও বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছিলেন বুবলী। তবে তখন কথা  ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে গিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের আথিথেয়তার কথা লিখেছেন। তবে আজ বললেন শাকিবের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ প্রসঙ্গে।

পোস্টের শুরুতেই বুবলী লিখেছেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী, যে কিনা গত ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করে চলেছেন। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাঁকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।’

রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেছিলেন। এ প্রসঙ্গে বুবলী লিখেছেন, ‘অনেক বছর আগের “অপারেশন অগ্নিপথ” নামে একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাঁকে নিয়ে নানা অভিযোগ করছেন…আচ্ছা  শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন বুঝতে পেয়েছিল ওনারা, তাহলে কেন তখন তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হলো না? সমিতিগুলোতে এইরকম অভিযোগ করা হলো না?  কেন দুই পক্ষের কথা শোনা হলো না?’

>>>  শাকিবের মেকআপে কত সময় লেগেছিল, খরচ হয়েছে কত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :