ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিষ্ফোরণে ক্ষতিপূরণ ফোন কেউ পাচ্ছে,কেউ পাচ্ছেনা

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার বিস্ফোরণে নিহতদের স্বজনদের কাউকে কাউকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফোন করে ক্ষতিপূরণ বাবদ পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে বেশিরভাগ পরিবার এখনও পায়নি কোন ফোন, যাদের মধ্যে কিছু পরিবার তাদের উপার্জনের একমাত্র অবলম্বনকে হারিয়ে আছেন অসহায় অবস্থায়। সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা মিলবে, সে ধারণাও নেই তাদের কারও মধ্যে।

গত ৭ মার্চের এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন সর্বমোট ২৫ জন। এদের মধ্যে একক পরিবারের সদস্য আছেন একাধিক ব্যাক্তি। একটি পরিবারের স্বামী-স্ত্রী, দুটি পরিবারের দুই ভাই, একটি পরিবারের দুই খালাত ভাইসহ মারা গেছেন। ফলে পরিবারের মোট মৃত্যু সংখ্যা ১৯টি।

১০টি পরিবারে ফোন করে জানা গেছে, তাদের মধ্যে চারটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ফোন করে আশ্বাস দেওয়া হয়েছে। বাকি ছয়টি পরিবার এখনো এই বিষয়ে কিছুই জানে না।

শোকের ধাক্কা কাটিয়ে এখন প্রায় সবক’টি পরিবারই টিকে থাকা নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে।

বাবা-মা হারিয়ে বৃদ্ধ দাদা-দাদির কাছে আশ্রয় হয়েছে দুটি শিশুর, দুই সন্তান হারিয়ে এক বৃদ্ধ মা শেষ জীবনেও পড়েছে অনিশ্চয়তার মধ্যে। একটি পরিবার তার স্বল্প আয়ের জামাতার উপর নির্ভরশীল হয়ে পরেছে। বাবাকে হারিয়ে মা ও বোনকে বাঁচিয়ে রাখতে অপরিণত বয়সে চাকরি খুঁজছে এক কিশোর।

>>>  ব্যবসায়ী জনপদে ঘিরে সদরঘাটের ইফতার বাজার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :