ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হিরো আলমের সঙ্কা,দেশে ফিরলেই হতে পারেন গ্রেফতার

দৈনিক স্লোগান, বিনোদন


খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণালংকারের দোকান  উদ্বোধন করতে দুবাইয়ে যাওয়ার গ্রেপ্তার বা হেনস্তার শিকার হতে পারে বা আশঙ্কা প্রকাশ করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ শনিবার (১৮ মার্চ) বিকেল তিনটার দিকে দুবাই থেকে মুঠোফোনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

আজ বাংলাদেশ সময় রাত একটায় বিমানে দুবাই থেকে রওনা হয়ে আগামীকাল রোববার সকাল আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছে হিরো আলম। তিনি বলেন, শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষদের প্রতি পুলিশের রূঢ় আচরণ তাঁকে খুবই ব্যথিত করেছে।এদিকে হজ থেকে ফিরতে না–ফিরতেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

হিরো আলম বলেন, ‘আমি কোন পেশাদার কণ্ঠশিল্পী না। ভক্তদের অনুরোধে শখের বশে কয়েকটি গান গাওয়ার চেষ্টা করি। অনেকটা শখের বশেই একবার একটা রবীন্দ্রসংগীত গেয়ে ইউটিউবেও ছেড়েছিলাম। শুধু এই অপরাধে ডিবিপ্রধান আমাকে ডেকে নিয়ে আমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছেন, মুচলেকা দেওয়ার পর ছেড়ে দিয়েছেন।’

হিরো আলম আরও বলেন, ‘রবিউল ইসলামের আরাভ জুয়েলার্স উদ্বোধন করতে দুবাইয়ে আসায় ডিবির প্রধান হারুন অর রশীদ প্রেস ব্রিফিং করে আমাকে ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আগে থেকে কেউ কি জানতেন আরাভ জুয়েলার্সের মালিক আরাভ খানই পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম? সাকিব ভাই (সাকিব আল হাসান) কিংবা আমি কেউ এই তথ্যে অবগত ছিলাম না যে আরাভ খুনের মামলায় অভিযুক্ত।’

>>>  এবারো মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :