ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে ৩ দিনব্যাপী কালচারাল ফেস্ট

দৈনিক স্লোগান, সারাদেশ

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ১ম ন্যাশনাল কালচারাল ফেস্ট- ২০২৩।

পিলখানার ৮টি ভেন্যুতে ১৪, ১৫ ও ১৬ মার্চ ২০২৩ সারাদেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সংগীত, নৃত্য, আবৃত্তি, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা, অভিনয়, অলিম্পিয়াডসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করা হয়।

তিন দিনব্যাপী আয়োজিত কালচারাল ফেস্টের বিভিন্ন ইভেন্টে বিচারক হিসেবে দেশের বিশিষ্ট শতাধিক শিল্পী-সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন অনুষ্ঠানের ভেন্যুগুলিতে। এছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রতারকা, টিভি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী-সাহিত্যিকবৃন্দ বিভিন্ন পর্বে ফেস্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে উৎসবের মাত্রা বর্ধিত করেছেন।

১৬ মার্চ কালচারাল ফেস্ট- ২০২৩ এর সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আপনাদের কে স্মার্ট হতে হবে এর জন্যে শিক্ষার কোন বিকল্প নাই আর এই শিক্ষা হতে যুগ উপযোগী শিক্ষা বহির বিশ্বের সাথে তাল মিলিয়ে তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান, বিজিবিএম।

অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠান প্রধান লেঃ কর্নেল হাফেজ মোঃ জোনায়েদ আহাম্মদ, পিবিজিএমএস, এইসি, অধ্যক্ষ-বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

>>>  ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :