ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রমজানে জবির ক্লাস-অফিস কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত

দৈনিক স্লোগান, শিক্ষাঙ্গন

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘র ক্লাস ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস কার্যক্রম চলবে।

বুধবার (১৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি রাখা হবে।

উল্লেখ্য, এতদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস- পরীক্ষা সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলমান ছিল। নতুন সময়সূচি অনুযায়ী সে সময় আধাঘণ্টা কমানো হয়েছে।

>>>  শিক্ষককে হুমকির অভিযোগ জবি শিক্ষার্থীর বিরুদ্ধে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :