ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জবি আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামিক

দৈনিক স্লোগান, শিক্ষাঙ্গন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগীতায় বাংলা বিভাগের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষে গোলটি করেন মাহফুজ হাসান প্রিতম।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা ১১ ঘটিকায় এ খেলা অনুষ্ঠিত হয়।

এ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৩৫ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট অংশগ্রহণ করে। আগামী রবিবার ১৯ মার্চ বর্তমান ক্যাম্পাসে বিজয়ী দল ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরষ্কার বিতরণ করা হব৷

টুনামেন্ট শেষে বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা কেন্দ্র ও আন্তবিভাগ ফুটবল প্রতিযোগীতার পরিচালক গৌতম কুমার দাস বলেন, এবারের ফুটবল প্রতিযোগীতা আয়োজন করাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিলো। আগে আমরা ক্যাম্পাসের পাশে ধূপখোলা মাঠে নিয়মিত সকল ধরনের খেলাধুলার আয়োজন করতাম। কিন্তু সেই মাঠটি সিটি করপোরেশন দখলে নেওয়ার আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল খেলাধুলাই বন্ধ হয়ে যায়। এরপরই আমরা নতুন ক্যাম্পাসে একটি খেলার মাঠ প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রস্তাব দিলে অল্প সময়ের মধ্যেই একটি মাঠ প্রস্তুত করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, বর্তমান ক্যাম্পাস থেকে নিয়মিত সকল খেলোয়াড়দের নিয়ে এ নতুন মাঠে খেলার আয়োজন করতে পেরে আমরা সকলেই আনন্দিত।

মাঠের দায়িত্বে থাকা কাজী মনির বলেন, এত সুন্দর একটি খেলার আয়োজনের দায়িত্বে থাকতে পেরে অবশ্যই ভাল লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বচ্চ সহযোগিতা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি মাঠ প্রস্তুত করতে সক্ষম হয়েছি।

>>>  সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবরোধ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :