ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ার পর নিউজিল্যান্ডে বড় ধরনের  ভূমিকম্প

দৈনিক স্লোগান,আন্তর্জাতিক

শক্তিশালীভূমিকম্পেকেঁপেউঠেছেনিউজিল্যান্ডরিখটারস্কেলেরদশমিকমাত্রায়ভুমিকম্পহয়েছেবলেজানাগেছেসেইসঙ্গে জারি করা হয়েছে সুনামি সতর্কতাও।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল হিসেবে কারমাডেক দ্বীপকে বলা হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে ছিলো।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে । সতর্কতায় আরও জানানো হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০ দশমিক ৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

>>>  নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, নিহতকমপক্ষে ৬

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :