হালের ক্রেজ অভিনেত্রী তাসনিয়া ফারিণ শারীরিকভাবে অসুস্থ। সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ মার্চ) ছোটপর্দার এই অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন । সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করা ছবিতে দেখা যায় হাসপাতালে অবস্থান করছেন ফারিণ।
এছাড়াও ছবিতে তার কপালে ব্যান্ডেজ রয়েছে, মুখে মাস্ক দেখা গেছে। আর ক্যাপশনে লিখেছেন, জীবনের প্রথম অস্ত্রোপচার করানো হলো। তাও অপরিচিত এক দেশে। আমার সঙ্গে কোনো অভিভাবক নেই। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যাদ। সঙ্গে ছোট তার ভাই ছিল।
জানা গেছে, অভিনেত্রীর নাকে একটা সিস্ট হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়েছে সেটি। বর্তমানে অনেকটাই ভালো রয়েছেন তিনি। কয়েকদিন পর নাকের সেলাইও কাটা হবে। এরপর ঢাকায় আসবেন এ অভিনেত্রী।






