এক যুগ পরে ব্যাংকিং খাতে বড় বিপর্যয় দেখল যুক্তরাষ্ট্র; মূলধনের সংকটের কারণে বন্ধ হয়ে গেলো যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)।ক্যালিফোর্নিয়াভিত্তিক এই ব্যাংকটি যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ছিলো; সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের বড় কোম্পানি ও উদ্যোক্তাদের ঋণ সহায়তা দিয়ে থাকতোএই ব্যাংক।
সিএনএন এক বিবৃতিতে তে জানিয়েছে, শুক্রবার ব্যাংকটির কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়ার পর এর নিয়ন্ত্রণ ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) এর হাতে চলে গেছে। এই পরিস্থিতিতে ব্যাংকে বিনিয়োগকারীদের কি হবে, তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন অনেক কোম্পানি ও আমানতকারী। এফডিআইসি বলছে যে, ব্যাংকের সম্পদ বিক্রি করে আমানতকারী বা পাওনাদারদের অর্থ পরিশোধ করার ব্যবস্থা করা হবে।
নিয়ন্ত্রক সংস্থা ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন এক বিজ্ঞপ্তির মাধমে জানিয়েছে, এসভিবির বীমাকৃত আমানত রক্ষা করার দাইত্ব থাকবে ডিপোজিট ইনস্যুরেন্স ন্যাশনাল ব্যাংক অব সান্তা ক্লারা এর হাতে। এফডিআইসি সাধারণত প্রত্যেক আমানতকারীর আড়াই লাখ ডলার পর্যন্ত রক্ষা করে থাকে। তারা বলছে, বীমাহীন আমানতকারীরা তাদের অর্থের বিপরীতে প্রত্যয়নপত্র পাবে। আগামী সপ্তাহের মধ্যে অগ্রিম লভ্যাংশের হিসেবে এদের অর্থ পরিশোধ করা হবে। সিলিকন ভ্যালির সম্পদ বিক্রির সম্ভাব্য লভ্যাংশ থেকে তাদের অর্থ পরিশোধ করা হয়ে থাকবে।
গত ডিসেম্বরের শেষ পর্যন্ত এসভিবির সম্পদ ছিল প্রায় ২০৯ বিলিয়ন ডলারের এবং আমানত ছিল প্রায় ১৭৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।
সিএনএন জানায় , এসভিবির চাকা ঘোরা বন্ধ হতে থাকে বুধবার থেকেই। এদিন ব্যাংক এক ঘোষণায় জানায়, কিছু সম্পদ বিক্রি করাতে তাদের ১৮০ কোটি ডলার ক্ষতি হয়েছে। ব্যালেন্স শিট শক্তিশালী গঠন করতে ২২৫ কোটি ডলারের নতুন শেয়ার বিক্রি করারও সিদ্ধান্ত নেয় তারা।
ওই ঘোষণার পর প্রধান কোম্পানিগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয় তারা। এতে এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের শেয়ারের দাম ৬০ শতাংশ কমে যায়।
শুক্রবার পুঁজিবাজার খোলার আগেই ৬০ শতাংশ দরপতন হয় এই শেয়ারের। ফলে ক্রমান্বয়ে দুই দিনে শেয়ারটির দরপতন হয় ৮৪ শতাংশ।
বিপর্যয়ের পরিস্থিতিতে ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে নিয়ন্ত্রণ নেয় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশন।
বিশ্ব অর্থনীতিতে মন্দার মধ্যে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংকের কার্যক্রম স্থগিত করেছিল নিয়ন্ত্রক সংস্থা, যার সম্পদমূল্য ছিল প্রায় ৩০৭ বিলিয়ন ডলার।
এর প্রায় ১৫ বছর পর এসভিবি যখন বন্ধ হয়েছিলো, তখন ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় রয়েছে। এসভিবির কার্যক্রম বন্ধ শুধু আমানতেই নয়, ঋণ কার্যক্রম ও অন্যান্য অর্থায়নের উপরও প্রভাব ফেলবে। এফডিআইসি বলছে, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানটির ঋণগ্রহীতাদের পুনরায় আগের মতো স্বাভাবিকভাবে অর্থ পরিশোধ করে যাওয়া উচিৎ।
.






