ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্দিক বাজারে চা খেতে গিয়ে দুই ভাই আর ফেরেনি

দৈনিক স্লোগান, সারাদেশ

পরিবারের সদস্যরা চাঁদপুর জেলার দুই চাচাতো ভাই, যারা ঢাকার গুলিস্তান এলাকায় চা খেতে তাদের দোকান ছেড়েছিলেন যেখানে মঙ্গলবার একটি মারাত্মক বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 21।

চাঁদপুর জেলার পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আল আমিন (২৩) ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মনসুর হোসেন (২৪) এর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনরা এখনো শোকাহত।

তারা বিস্ফোরণের সঠিক তদন্ত দাবি করেছে, ইউএনবি রিপোর্ট করেছে। মনসুরের ছোট ভাই কাওসার জানান, মঙ্গলবার গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটে অবস্থিত মনসুরের দোকানে তার খালার ছেলে আল আমিন যান। কিছু কথা বলে মনসুর ও আল আমিন বিকাল সোয়া ৪টার দিকে সিদ্দিক বাজারে চা খেয়ে ২০ মিনিটের মধ্যে ফিরবেন বলে দোকান থেকে বেরিয়ে যান।

সিদ্দিক বাজারে নিহত হওয়া দুই চাচাতো ভাই

“এই 20 মিনিট শেষ হয়নি এবং তারা ফিরে না,” কাওসার চিৎকার করে। পরে, তিনি বিস্ফোরণের কথা শুনে তাদের খুঁজতে বের হন। তাদের সন্ধান না পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে মনসুর ও আল আমিনের লাশ দেখতে পান। আল আমিন ঢাকার একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, বুধবার রাতে নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই যুবকের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেলা ১১টার দিকে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের কাছে একটি ৫ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এদিকে গতকাল ধ্বংসাবশেষ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। মুসা হায়দার, 45, বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার আহত অবস্থায় মারা যান, মৃতের সংখ্যা 20 এ উন্নীত হয়। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, অন্য তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং পাশের একটি ৭ তলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি।

>>>  হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন হবে ঢাকায় : সৌদি রাষ্ট্রদূত

দৈনিক স্লোগান এর নিজস্ব প্রতিবেদক ফারহান ফুয়াদ ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেই অনুযায়ী রিপোর্ট করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :