ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আবারো ব্যর্থ মেসি- এমবাপ্পেরে পিএসজি, কোয়ার্টারে বায়ার্ন মিউনিখ

দৈনিক স্লোগান, খেলাধূলা

ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি । এবারও শিরোপার লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরেই অবস্থান করছে । কিন্তু তারকায় ঠাসা দল গড়েও অধরা চ্যাম্পিয়নস লিগে আবারও ব্যর্থ পিএসজি । ফলে আবারো খালি হাতেই বিদায় নিয়েছে লিওনেল মেসি- কিলিয়ান এমবাপ্পেরা ।

বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে স্বাগতিকদের কাছে ২- ০ গোলে হেরেছে পিএসজি । দুই লেগ মিলিয়ে ৩- ০ গোলে
ব্যবধান জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মান এই ক্লাবটি । ফলে শেষ ১২ আসরের মধ্যে ১১ বারই কোয়ার্টারে নাম লেখালো জার্মান এই ক্লাবটা । একই সঙ্গে ঘরের মাঠে টানা ২৪ ম্যাচ অপরাজেয়ও থাকল তারা ।

বুধবার( ৮ মার্চ) রাতে আলিয়াঞ্জ এরিনায় হাইভোল্টেজ ম্যাচে পিএসজির একাদশে গেরালি চোটার কারণে ছিলেন না নেইমার জুনিয়র । তবুও ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট অবধি বায়ার্ন শিবিরে আক্রমণে এগিয়ে ছিল মেসি- এমবাপ্পের পিএসজি । এই সময়ে লক্ষ্যের খুব কাছাকাছি গিয়ে মেসির দুটি শট ব্লকড হয়ে গেছে ।

তার কিছুক্ষন পরই জামাল মুসিয়ালার শট রুখে দিয়েছেন জিয়াইনলুইজি দোন্নারুম্মা । ভাগ্য ভালো যে বায়ার্ন বিরতির আগ মুহূর্তে অল্পের জন্য রক্ষা পেয়েছে । বায়ার্ন গোলকিপার ইয়ান সোমারের ভুলে বল পেয়ে গিয়েছিলেন ভিতিনিয়া । অরক্ষিত জালে ভিতিনিয়ার শট গোললাইন অতিক্রম করতে পারতো যদি না তার আগেই সেটি ক্লিয়ার করতেন মাথিয়াস ডি লিখট ।

ঠিক বিরতির পরপরই ঘুরে দাঁড়ায় বায়ার্ন । চুপো মোটিংয়ের শট পিএসজির জালে জড়িয়ে গেলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় । তবে ৬১তম মিনিটে ওই চুপো মোটিংয়ের গোলেই এগিয়ে যায় বায়ার্ন । এরপর ম্যাচের ভাগ্য যখন প্রায় নিশ্চিত হয়ে আসছিল, ঠিক সেই সময়ে ৮৯তম মিনিটে কানসেলোর কাছ থেকে থ্রু বল পেয়ে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হয়ে নামা সার্জ গ্যানাব্রি ।

>>>  মিরাজ তান্ডবে লন্ডভন্ড ভারত

দিনের অন্য ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটসপারকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে এসি মিলান । এদিন ম্যাচ ড্র হলেও প্রথম লেগের জয়ে পরের ধাপে পা দিলো ইতালিয়ান জায়ান্টরা ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :