ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২ জন শিক্ষার্থী

দৈনিক স্লোগান, সারাদেশ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শিক্ষাসফরের বাস উল্টে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

৮ মার্চ (বুধবার) সকাল ১০টার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের দুর্গাপুর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি মুহাম্ম্মদ শিবিরুল ইসলাম।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও
জানা যায়, নিহত হিমেল শেখ (১৩) ময়মনসিংহের মুক্তাগাছা ননরদীরবাড়ি দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ওসি শিবিরুল জানান, মুক্তাগাছা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থীরা বাসে চড়ে দুর্গাপুরের সাদামাটি ও গারো পাহাড় দেখতে শিক্ষাসফরে উদ্দেশ্য যাচ্ছিল। বাসে মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরাও ছিলেন।

পথে বাসটি সড়কের লক্ষীগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হিমেল শেখ মারা যায়। এ ছাড়াও ১২ জন আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের পাঠিয়েছে বলে জানান ওসি।

>>>  বাংলাদেশিদের ভিসা স্থগিত করল ওমান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :