ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এবারের বইমেলা শুরু হয়েছিল ১ লা ফেব্রুয়ারী, ২০২৩। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার পর এবার স্ব-শরীরে উপস্থিত হয়ে উদ্বোধন করেন ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২৩’। তাই শুরু থেকেই এবারের বইমেলার আয়োজনও বেশ জমজমাট।
বইমেলায় এবার বেড়েছে নতুন লেখক-সম্পাদকের লেখার মাত্রা এবং পাঠকের ভিড়ও জমেছে স্টলে স্টলে। প্রায় প্রতিদিনই উন্মোচিত হচ্ছে নতুন নতুন লেখক এবং সম্পাদকের বই। গতকাল শনিবার বইমেলার ২৫ তম দিনেও লক্ষ্য করা যায় লেখক ও সম্পাদক শ্রেণির ব্যাপক উপস্থিতি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নজরুল মঞ্চে গতকাল একই সাথে উন্মোচিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর লেখা ও সম্পাদনা করা বই। আনুমানিক বিকাল ৫:৩০ এর দিকে উন্মোচন করা হয় তাদের বই।
উন্মোচন করা হয় আনোয়ার সজীবের সম্পাদিত গ্রন্থ ‘আমি আপনাদের কাছে এসেছি’, নুরুল আফসারের কবিতার বই ‘পৌনে আশি’, মো: রিয়াদ খানের ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও ভাবনা ‘ এবং মেহেদী সেকেন্দারের ‘মুক্তিযুদ্ধের দর্শন ও বঙ্গবন্ধু’।
মোড়ক উন্মোচন তিথিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, ধানমন্ডি থানা আওয়ামী মহিলা লীগের সভাপতি শেখ মিলি, ঢাকা মেট্রোপলিটন এর উপপুলিশ কমিশনার জনাব মো: নুরুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার ফকর উদ্দিন মানিক ও আনিকা ইশরাফ ইকরা।
এসময় সম্পাদক ও লেখক মন্ডলী তাদের লেখা সম্পর্কে নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ট্রেজারার মহোদয়।







