ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়াদ পেরোনোর আগেই পদত্যাগের ঘোষণা ডেভিড ম্যালপাসের

দৈনিক স্লোগান (আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট)

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) আলজাজিরা এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমকে জানান, চলতি বছরের জুন মাসের শেষের দিকে তিনি পদত্যাগ করবেন। তবে পদ ছাড়ার সুস্পষ্ট কোনো কারণ জানাননি তিনি।
আন্তর্জাতিক এক গণমাধ্যমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক যে পদ্ধতি ও নীতিতে ঋণ প্রদান করে তা পরিবর্তন করতে চেয়েছিলেন ম্যালপাস। এ ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে সম্প্রতি মার্কিন ও পশ্চিমা চাপে ছিলেন তিনি।
জানা যায় ম্যালপাস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত অর্থাৎ ট্রাম্পই তাকে উক্ত পদে মনোনীত করেছিলেন। করোনার পূর্বে ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি মনোনীত হয়েছিলেন ম্যালপাস।

>>>  পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ১০০

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :