২০২২ সনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বুধবার। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার গড়ে ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অর্থাৎ জেনারেল বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই) তে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
তিনি জানান, ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিলেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী, ২০২২ সালে সেটি কমে গিয়ে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা দাড়িয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জনে। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে ১২ হাজার ৮৮৭ জন।








