☰
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও বিশ্বজয়ী অধিনায়ক ফিঞ্চ। ক্রিকেটের এক দিনের আসর থেকে অবসর নিয়েছেন গত সেপ্টেম্বরে। টেস্ট ক্যারিয়ার থমকে গিয়েছিল বেশ আগে। এবার ভক্তদের আশাহত করে টি-টোয়েন্টি ফরম্যাটকেও বিদায় বললেন অ্যারন ফিঞ্চ। ফলে প্রথমবার এর মতে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতানো এই অধিনায়ককে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না।

৩৬ বছর বয়সী এই অধিনায়ক অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে। আর কোনো ক্রিকেট প্লেয়ার ই কোনো দলকে এই ফরম্যাটে এত ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি। ২০২১ সালে তার নেতৃত্বে প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া এবং ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন এই তারকা।
সোমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন তিনি এবং তিনি গণমাধ্যমকে বলেন, ‘ আমি বুঝতে পারলাম যে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমি খেলতে পারব না। কাজেই সরে যাওয়ার জন্য এটাই আদর্শ সময়। তাতে করে দল নতুন করে তৈরি হতে পারবে।’







