ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হায়দারী দরবার শরীফে ওরস অনুষ্ঠিত


ত্বরিকা-এ-হায়দারীর উদ্যোগে আয়োজিত উপমহাদেশের আধ্যাত্বিক গবেষনা কেন্দ্র ও ত্বরিকা-এ-হায়দারীর প্রবর্তক আউলাদে রাসুল (সা:) হযরত ডাঃ মাওলানা শাহ্ সুফি আলহাজ¦ সৈয়দ আবু সাঈদ হায়দার প্রকাশ বাবা হায়দারী কেবলা কাবার ৫৫ তম ওফাত দিবস উপলক্ষে ’মহান ১০ই মাঘ ওরশ শরীফ” টঙ্গীস্থ ঐতিহ্যবাহী হায়দারী দরবার শরীফে গত ২৪ জানুয়ারী ২০২৩ ইং রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ।

ওরশ উপলক্ষে দরবারে কোরআন তেলোয়াত, রওজাশরীফে গিলাপ চড়ানো, মিলাদ মাহফিল, আলোচনা সভা, জিকির আসকার, ও তাবারুক বিতরন করা হয়। উক্ত ওরশ শরীফে বিভিন্ন দরবারের পীরজাদা সামাজিক ও রাজনৈতিক সংগঠক, সাংবাদিকসহ দরবারের হাজার হাজার ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।

সকল আশেকানদের উদ্দেশ্যে ত্বরিকা-এ-হায়দারীর তাৎপর্য শীর্ষক আলোচনা শেষে দেশ জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য মহান আল­াহ্ রাব্বুল আল্আমিন এর দরবারে মোনাজাত করেন অত্র হায়দারী দরবার শরীফের গদিনশীল পীর সাহেব হুজুর হযরত মাওঃ আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ্ সাহেব কেবলার তরফ হইতে দরবারের শাজ্জাদাহ্ নশীন মূর্শিদ কেবলা, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর ভাইস চেয়ারম্যান হযরত ডাঃ মাওলানা শাহ্ সুফি আলহাজ¦ সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ্ সাহেব।

>>>  সৌদি আরব পৌঁছেছেন লক্ষাধিক হজযাত্রী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :