ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আখেরি মোনাজাতে আজ বন্ধ থাকবে যেসকল সড়ক

দৈনিক স্লোগান নিউজ

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আজ রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের এই বিশ্ব ইজতেমা। উক্ত আখেরি মোনাজাত উপলক্ষ্যে আজ রোববার ভোর ৪টা থেকে ঢাকার কিছু সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, ২২ জানুয়ারি, রোববার ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আশুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড হয়ে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা হয়ে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ পর্যন্ত সড়কগুলো বন্ধ থাকবে।
এছাড়া গতকাল শনিবার দিবাগত রাত ২টা থেকে বাস, ট্রাকসহ ভারী যানবাহনগুলোকে আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করার নির্দেশনা দেয়া হয়।

ডিএমপি সূত্র আরও জানায়, রোববার উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহন এবং যাত্রীদের বিমানবন্দর সড়ক পরিহার করে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

>>>  ঈদুল আজহার চাঁদ দেখা গেছে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :