ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিক ইউনিয়নের সেক্রেটারির স্ত্রী ফেনসিডিলসহ গ্রেফতার।

নড়াইল জেলা

নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনের স্ত্রী লিমা খানমকে (৩৫) ফেনসিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া পৌর এলাকায় মদিনাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত লিমা আক্তার নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের স্ত্রী।

স্লোগান প্রতিবেদক কে আব্দুস সালাম জানান, গোপনসূত্রে সংবাদ পেয়ে লোহাগড়ার পৌর এলাকার মদিনা পাড়ায় আবদুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার স্ত্রী লিমা খানমকে প্রায় ২৮ বোতল বা ততোধিক ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তবে তার স্বামী আবদুল্লাহ আল মামুন (৪৮) এখন অবধি নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানায় তাদের দু’জনের নামে মাদক অপরাধ বিষয়ে অভিযুক্ত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

>>>  নড়াইলে কোরবানির হাট ইজারা নিয়ে ব্যাবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সুপারের মধ্যে বিশেষ আলোচনা সভা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :