ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালে বিধ্বস্ত হওয়া বিমানের ‘ব্লাকবক্স’ উদ্ধার

গতকাল নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। আজ উড়োজাহাজটির ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার–দুটোই খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। দূর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ সকালে এই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে। নেপালের বিমান পরিবহণ মিনিস্ট্রি থেকে গতকাল জানিয়েছিল, ব্ল্যাক বক্স উদ্ধার হলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। আজ সেটি উদ্ধার হওয়ায় দুর্ঘটনার নেপথ্য কারণ জানা যাবে বলে ধারনা করা হচ্ছে।
কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিওয়ালা রয়টার্সকে বলেছেন, ব্ল্যাক বক্সগুলো অক্ষত অবস্থাতেই আছে বলে বাইরে থেকে দেখে মনে হয়েছে। গতকাল দিনভর ওই দুর্গম এলাকায় তল্লাশি শেষে রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছিল; আজ সকালে আবারও সেখানে কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। সকালেই তারা ধ্বংসস্তূপের মধ্যে থেকে ব্ল্যাক বক্স দুটি উদ্ধার করতে সক্ষম হয়।


রয়টার্স জানিয়েছে, ওই ফ্লাইটে থাকা ৭২ আরোহীর মধ্যে ৬৮ জনের মরদেহ রোববারই উদ্ধার করা হয়েছিল, বাকি চারজনের খোঁজে সোমবারও উদ্ধার অভিযান চলছে। তবে কাউকে জীবিত পাওয়ার আশা উদ্ধারকর্মীরা আর দেখছেন না বলে জানান।

নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর দাবি, সপ্তাহ দুয়েক আগে উদ্বোধন হওয়া চিন-নির্মিত ওই রানওয়ে পূর্ব-পশ্চিম বরাবর। প্রাথমিক পর্যায়ে পাইলটকে পূর্ব দিকে নামার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরে পাইলট নিজেই পশ্চিম দিকে নামার অনুমতি চেয়েছিলেন এবং সেই অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, নামার সময় বিমানটি বড় ধরনের বাঁক নিয়ে ছিল।

>>>  চিলিতে মানবদেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :