ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্ভাবনাময় সঙ্গীত শিল্পী এস.কে.প্রকাশ

সংস্কৃতির অনন্য নিদর্শন হলো সঙ্গীত শিল্প। আর এই শিল্প নিয়ে যারা কাজ করেন তারাই শিল্পী অর্থাৎ সঙ্গীত শিল্পী। বাংলাদেশে অনেক খ্যাতনামা শিল্পী ছিলেন, যাদের অনেকেই গত হয়েছে। আবার বর্তমান প্রজন্মেরও বেশ কিছু শিল্পী আছে যারা প্রশংসার দাবিদার। হাবিব ওয়াহিদ, ইমরান, আরেফিন রুমি, কাজী শুভ, বেলাল খান, মিলন, এস.কে.সানু, পার্থ, এস.কে.প্রকাশ -এরা সবাই নতুন প্রজন্মের শিল্পী। আবার বর্তমান প্রজন্মের নারী শিল্পীদের মধ্যে পড়সি, এলিটা, কর্নিয়া, ডোরা, জুই, সালমা, হৃদ্য, নিশিতা, শান্তা ইসলাম উল্লেখযোগ্য।

বর্তমান উদীয়মান শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হলো এস.কে.প্রকাশ। মায়াভরা সুরের সাথে সুন্দর কারুকাজ খেলা করে প্রকাশের কন্ঠে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে- কাজল পাখি, ভাবনা জুড়ে, ও সোনা রে, হারিয়ে যাই, তোর মিষ্টি হাসি, সোনা পাখি, চোখে চোখে, তোর লাগিয়া, চাই ভালোবাসা ও পরান পাখি উল্লেখযোগ্য। এছাড়াও তার রেকর্ডিং ঝুলিতে প্রায় আড়াইশোর মতো গান রয়েছে। প্রকাশের পূর্ণ নাম হলো শ্রীবাস কুমার প্রকাশ। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার নলতা’য়। প্রকাশ গান গাওয়ার পাশাপাশি গান কম্পোজিশন ও করেন এবং ওটাই তার প্রফেশন।

স্লোগান প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন- ‘ছোটবেলা থেকেই গান ভালোবাসি। বাবার দেয়া হারমোনিয়াম দিয়ে আমার যাত্রা শুরু আর এখন সৃষ্টিকর্তার কৃপায় আমি একটি স্টুডিওর ওনার। গান গাই হৃদয় থেকে, ভালোবাসার টানে আর কম্পোজ করি প্রফেশনাল লাইফের জন্য। ‘

তিনি আরও বলেন- ‘সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই যেন ভালো কাজ করতে পারি, দেশ ও দশের স্বার্থে কিছু করতে চাই।,

>>>  'নেইমারের সঙ্গে প্রেম' প্রসঙ্গে কথা বললেন মার্গারিদা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :