ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১২ টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন!

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি তৈরি পোশাক কারখানায় স্বাস্থ্য সুরক্ষার্থে মাত্র ১২ টাকায় স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে। বিসিক শিল্পনগরী এলাকায় ক্রনি গ্রুপের অবন্তি কালার টেক্স কারখানার কর্মরত প্রায় ২ হাজার নারী পোশাককর্মীর জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ক্রনি গ্রুপের ওই কারখানায় নারী পোশাককর্মীদের জন্য পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিনের সহজপ্রাপ্তি নিশ্চিতে দেশীয় আইওটি প্রযুক্তি প্রতিষ্ঠান ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেড এটি স্থাপন করে।

সেইসঙ্গে নারায়ণগঞ্জের ক্রনি গ্রুপের চেয়ারপারসন ও বিজিএমইএর পরিচালক নীলা আরা এবং জ্যোতির উদ্যোগে উদ্যোক্তা ভার্টিক্যাল ইনোভেশনস লিমিটেডের সিইও রেজওয়ান আহমেদ নুরের উপস্থিতিতে এ ভেন্ডিং মেশিন স্থাপন ও কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ প্রসেঙ্গ ক্রনি গ্রুপের চেয়ারপারসন নীলা আরা বলেন, নারী পোশাককর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, পিরিয়ডকালীন যাতে তারা সহজে, স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদের এ উদ্যোগ। রেজওয়ান আহমেদ নূর বলেন, দেশে নারী পোশাককর্মীর সংখ্যা ৩২ লাখের উপরে। মাসিকের কারণে গড়ে বছরে প্রায় ৭২ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন তারা, যা দেশের পোশাক শিল্পের উন্নয়নে একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। ভেন্ডিং মেশিন স্থাপন ও নারী পোশাককর্মীদের জন্য সহজে কমমূল্যে ন্যাপকিন কেনার সুযোগ তৈরি করতে পারলে এ সমস্যা সমাধান হতে পারে। তিনি আরও বলেন, ঢাকা ও ঢাকার বাইরে এ পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ১৪৮টি ভেন্ডিং মেশিন স্থাপনের কাজ করেছে ভার্টিক্যাল ইনোভেশন লিমিডেট, যার মাধ্যমে প্রায় ৬০ হাজারের অধিক নারী পোশাককর্মী ও বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা পিরিয়ডকালীন সময় কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকেই স্বল্পমূল্যে জরুরি স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন

>>>  কয়েকদিন দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :