ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলের কালিয়ায় নৌকাডুবিতে ৬ জনের মৃত্যু

নড়াইল জেলার অন্তর্গত কালিয়া থানার আওতাধীন নবগঙ্গা নদীতে গতকাল রাতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বাহিরডাঙ্গা গ্রাম সংলগ্ন ঘাটের ১৫০ মিটারের মধ্যে। গতকাল রাত ৯ টার দিকে ১৭ জন যাত্রী নিয়ে পার হচ্ছিল নৌকাটি। অতিরিক্ত শীত এবং কুয়াশার দরুন নৌকাটি দিক হারায় এবং ডুবে যায়। তাতে ৬ জনের মৃত্যু হয় এবং বাকি ১১ জন কোনোমতে প্রাণে বেঁচে যায়। ৬ জনের মধ্যে নাজমা বেগম নামে এক মহিলা এবং তার শিশুপুত্র নাসিম এর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। তবে বাকি ৪ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

উৎসুক লোকসমাগম

আমাদের কালিয়া থানার স্থানীয় প্রতিনিধি প্রশান্ত দাশ জানান যে, গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে নৌকা ডুবির ঘটনাটি ঘটে এবং এখন অবধি মা-ছেলে দু’জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকিদের ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে স্থানীয় লোকজন ও সহযোগিতা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

>>>  অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহপাঠী এবং সহকারী প্রক্টর গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :