ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলা‌দেশ নারী সাংবা‌দিক স‌মি‌তি (বানাসাস) এর মোবাইল সাংবা‌দিকতা বিষয়ক প্রশিক্ষণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে বাংলা‌দেশ নারী সাংবা‌দিক স‌মি‌তি (বানাসাস) এর সাংবা‌দিক‌দের জন‌্য মোবাইল সাংবা‌দিকতা বিষয়ক (২৮-২৯ ডি‌সেম্বর) দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃস্প‌তিবার বিকেলে পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ চল‌চ্চিত্র সেন্সর বোর্ড এর ভাইস চেয়ারম‌্যান মুহ. সাইফুল্লাহ। তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে মোবাইল সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে। মোবাইল সাংবাদিকতা বর্তমানে দ্রুত এবং জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম যার সহায়তায় প্রতিবেদক বিভিন্ন ধরনের বহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করে এবং ইন্টারনেটের সহায়তায় সংবাদ তৈরি, সম্পাদনা এবং নিজের কমিউনিটিতে দ্রুত ভাগাভাগি করতে পারে।

একজন প্রতিবেদকের মতোই বিভিন্ন সময়ে মোবাইল সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিকও হতে পারেন যিনি ডিজিটাল ক্যামেরা এবং ক্যামকর্ডার, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন অথবা ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করেন নিজের কাজের জন্য। তিনি মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে অডিও, ভিডিও এবং ভিজুয়্যাল এর উপর গুরুত্ব দিয়ে প্রযুক্তি ক্ষেত্রে জ্ঞান অর্জনের তাগিদ দেন।

অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন,মোবাইল জার্নালিজম বা মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে মোবাইল ডিভাইস ব্যবহার করে কিভাবে পেশাগত মান্নোয়ন করা সেটা নিয়ে আলোচনা করেন। তিনি মোবাইলে ফুটেজ নেওয়া ,অডিও ধারণ ও সেগুলোর ব্যবহারের কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।মোবাইলে ভিডিও শট নেওয়ার ক্ষেত্রে ওয়াইড ও লং শট, ফেস শট, ক্লোজ বা হাতের নড়া-চড়া ,সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। তি‌নি আ‌রো ব‌লেন মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে ছবি,ব্যানার,অক্ষর ইত্যাদি ব্যবহার সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি দর্শকের কথা মাথায় রেখে মোবাইল সাংবাদিকতা ব্যবহারের উৎকর্ষতা নিয়ে কথা বলেন।

পিআইবি’র প্রশিক্ষক পার‌ভিন সুলতানা রা‌ব্বির সমন্বয়ে প্রশিক্ষণে বাংলা‌দেশ নারী সাংবা‌দিক স‌মি‌তি (বানাসাস) ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

>>>  পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদের মৃত্যু বার্ষিকী পালিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :