ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীবাসীর স্বপ্ন পূরণের দিন : কাদের

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণের জন্য আজ আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিন। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য এবং সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক অর্জন করছে স্বাধীনতার সুবর্ণ ফসল।

আজ (২৮ ডিসেম্বর) বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর দিয়াবাড়ীতে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার, আপনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি হিরণ্ময় পালক। তাই আজ দিকে দিকে ধ্বনিত হচ্ছে শেখ হাসিনার অর্জন, গণপরিবহনে মেট্রোরেল সংযোজন।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে রাজধানী উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

>>>  হিরো আলমকে মারধরের মধ্য শেষ ভোটগ্রহণ, চলছে গণনা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :