ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে নারীদের জন্য উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান। তালেবান পরিচালিত দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয় বলছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন না। খবর আল জাজিরার।

আফগান উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক সরকারি-বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না।

মঙ্গলবার মন্ত্রণালয়টির একজন মুখপাত্র টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসি বলছে, নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধের ঘোষণায় দেশটির তরুণ সমাজ হতাশা হয়ে পড়েছে।

এ সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানকে এই ধরনের পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও।

আফগানিস্তানে আগে থেকেই নারীদের জন্য স্কুল নিষিদ্ধ ছিল। গত বছর ক্ষমতায় আসার পর দেশটির আইনকানুনে ‘নমনীয়তা’ আনা হবে বলে জানিয়েছিল তালেবান সরকার।

সম্প্রতি দেশটির রাজধানীতে পার্ক, জিম ও পাবলিক বাথরুম নারীদের জন্য নিষিদ্ধ করা হয়। তিন মাস আগে তালেবান সারা দেশের বেশিরভাগ প্রদেশে হাজার হাজার মেয়ে ও নারীকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল। তবে প্রকৌশল, অর্থনীতি ও সাংবাদিকতাসহ আরও কিছু বিষয় নিয়ে পড়াশোনা করায় ব্যাপক বিধিনিষেধ ছিল। এসব বিষয়ে পড়ার জন্য আবেদনই করতে পারতেন না তারা। এ ছাড়া দেশটিতে নারী শিক্ষার্থীদের শুধুমাত্র নারী অধ্যাপক বা বয়স্ক পুরুষ শিক্ষকরা পড়াতে পারবেন এমন নিয়ম ছিল।

>>>  মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :